জালিয়াতির অভিযোগে ২ কলেজ শিক্ষকের এমপিও বাতিল

ময়মনসিংহে জালিয়াতির অভিযোগে একটি কলেজের অধ্যক্ষ ও এক শিক্ষকের এমপিও বাতিলের আদেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। 

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2018, 12:32 PM
Updated : 23 Feb 2018, 12:32 PM

এরা হলেন- মুক্তাগাছা হাজী কাশেম আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ জাকির হোসেন ও বাংলা প্রভাষক সেলিম আজিজ।

গত ১৯ ফেব্রুয়ারি কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) নুরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়। 

চিঠির বরাতে কলেজের এডহক কমিটির সভাপতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব উল আহসান বলেন, অধ্যক্ষ জাকির হোসেন ভূয়া শিক্ষকের নামে অর্থ উত্তোলন করায় এবং বেআইনিভাবে স্পেশালাইজেশন ও নাম পরিবর্তনের মাধ্যমে তিনজন শিক্ষককে এমপিওভুক্ত করে বেতন-ভাতা উত্তোলন করায় তার এমপিও চূড়ান্তভাবে বাতিলসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সেই সঙ্গে প্রভাষক সেলিম আজিজের এমপিও চূড়ান্তভাবে বাতিল করে টাইম স্কেল বাবদ উত্তোলিত অর্থ চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমাদাসহ তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে চিঠিতে।

তাদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে কারিগরি অধিদপ্তরকে অবহিত করা হবে বলে জানান রাজিব।

এ বিষয়ে অধ্যক্ষ জাকির হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।