নেত্রকোণায় তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা

নেত্রকোণায় শুরু হয়েছে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2018, 06:45 AM
Updated : 23 Feb 2018, 06:45 AM

শুক্রবার সকাল ১০টার দিকে শহরের মোক্তারপাড়ায় পুরাতন কালেক্টরেট মাঠের এ মেলার উদ্বোধন করেন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

জেলা প্রশাসক মুশফিকুর রহমান জানান, সরকারি-বেসরকারি বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি সেবা প্রদানের প্রক্রিয়াকে সহজীকরণের জন্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্ভাবনী চিন্তা-ভাবনাকে বিকশিত করতে এই মেলার আয়োজন।

তিন দিনের মেলায় থাকছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটাল উপস্থাপনা, আইসিটি বিষয়ক কুইজ, অ্যানিমেশন ফিল্ম প্রদর্শন, ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গন্ধুর গল্প- বিষয়ে মুক্তিযোদ্ধাদের গল্প বলা, ‘আমার চোখে ডিজিটাল বাংলাদেশ ’- বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলায় সরকারি, বেসরকারি সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক স্টল বসেছে।

নেত্রকোণা জেলা প্রশাসক মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরুসহ অন্যরা।