‘মামলা তুলে না নেওয়ায় বাদীকে হাতুড়িপেটা’

মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক বাদীকে ‘হাতুড়ি দিয়ে পিটানো’ হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2018, 01:59 PM
Updated : 19 Feb 2018, 01:59 PM

নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন জানান, কলুকাঠি গ্রামের বৃদ্ধ সিদ্দিক সরদারকে সোমবার পিটিয়ে আহত করা হয়।

পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক শেখ মোস্তফা খোকন বলেন, “সোহেল গুরুতর অসুস্থ। তাকে শক্ত বা ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

সিদ্দিক সরদারের ছেলে জুয়েল সরদারের অভিযোগ, কয়েক মাস আগে তাদের বাড়ি কাছে বোমা হামলার ঘটনা ঘটলে গ্রামের আকতার ব্যাপারিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

“পরে তারা মামলা তুলে নেওয়ার চাপ দেয়। মামলা তুলে না নেওয়ায় তারা অতর্কিত হামলা চালিয়ে আমার বাবাকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। আমরা এ ঘটনার বিচার চাই।”

এদিকে মামলার আসামি আকতার ব্যাপারির অভিযোগ, “আমি ইতালি থেকে বাড়ি আসার পর সিদ্দিক সরদারের ছেলে সোহেল সরদার তাদের বাড়ির সামনে বোমা ফাটিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়।

“সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় সিদ্দিক সরদার আমাকে দেখে ভয়ে পালাতে গিয়ে পড়ে আহত হন। এর বেশি কিছু আমি জানি না।”