মিয়ানমার থেকে এসেছে আরও ২৮৩ রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফের সাবরাং সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে এসেছে আরও ২৮৩ রোহিঙ্গা।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2018, 02:36 PM
Updated : 17 Feb 2018, 02:36 PM

শনিবার ভোর রাত থেকে বিকাল পর্যন্ত এব রোহিঙ্গারা সাবরাং ইউনিয়নের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করে বলে সাবরাংয়ের হারিয়াখালী ট্রানজিট ক্যাম্পের দায়িত্বরত উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের শুরুর দিকে ব্যাপক হারে এলেও এখন প্রায় প্রতিদিনই অল্প-কিছু রোহিঙ্গার অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। শনিবার ভোর থেকে বিকাল পর্যন্ত সাবরাং ইউনিয়নের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ২৮৩ রোহিঙ্গা পালিয়ে এসেছে।

“পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রথমে সাবরাংয়ের হারিয়াখালী ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসে বিজিবি ও পুলিশসহ প্রশাসনের সংশ্লিষ্টরা। পরে সেখানে তাদের চাল, ডাল। সুজি, চিনি, তেল ও লবণসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়।।”

এরপর তাদেদের টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয় বলে জানান জেলা প্রশাসনের এ প্রতিনিধি।

মিয়ানমারে সেনাবাহিনীর সহিংসতার মুখে গত ২৫ অগাস্ট থেকে বাংলাদেশে সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গার পালিয়ে এসেছে।