পঞ্চগড়ে দুই ইউপি সদস্য বরখাস্ত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাল্যবিয়েতে সম্পৃক্ত ও ফৌজদারি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ায় দুই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2018, 11:12 AM
Updated : 6 Feb 2018, 11:18 AM

এরা হলেন উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সফিজুল ইসলাম এবং শালবাহান ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নূর ইসলাম।

মঙ্গলবার তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিউল ফেরদৌস জানান, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সফিজুল ইসলামের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাল্যবিয়ে সম্পাদনের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ এবং নূর ইসলামের বিরুদ্ধে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের অভিযোগসহ বেশ কয়েকটি ফৌজদারি মামলা বিচারাধীন থাকায় বরখাস্তের কথা জানানো হয়েছে।

“গত ২২ জানুয়ারি পাঠানো চিঠিটি সোমবার এসে পৌঁছেছে। মঙ্গলবার চিঠি দিয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।”