গাজীপুরে জুয়ার আসর জ্বালিয়েছে প্রশাসন, একজন দণ্ডিত

গাজীপুর সদরে একটি জুয়ার আসরে আগুন দিয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2018, 03:47 PM
Updated : 17 Jan 2018, 03:47 PM

বুধবার রাজেন্দ্রপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এক জুয়ারিকে ১৫ দিনের কারাদণ্ডও দেওয়া হয়।

দণ্ডিত আজিজুর রহমান (৩৫) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী এলাকার হোসেন আলীর ছেলে।

অভিযান চলাকালে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম কুদরত-এ-খুদা, মো. রাসেল মিয়া, মো. ইসতিয়াক আহমেদ, মো. জুবের আলম ও মো. কাউসার আহমেদ উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট বিএম কুদরত-এ-খুদা জানান, জেলায় একদিকে যখন বিশ্ব ইজতেমা চলছিল তখন রাজেন্দ্রপুর এলাকায় হাউজি ও জুয়ার আসর চলছিল।

“জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের নির্দেশে বুধবার বিকাল থেকে জুয়ার আসরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয় এবং তা চলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।”

তিনি জানান, এ সময় জুয়ার আসর থেকে এক জুয়ারিকে গ্রেপ্তার করা হয় এবং সেখানকার প্যান্ডেল, জুয়ার বোর্ডসহ বিভিন্ন মালামাল জব্দ করে তা গুড়িয়ে দিয়ে তাতে অগ্নিসংযোগ করে বিনষ্ট করা হয়েছে।

এর আগেও ওই এলাকায় জুয়ার আসরটিতে দুইবার অভিযান চালিয়ে অগ্নিসংযোগ করা হয় এবং গুড়িয়ে দেওয়া হয়। তবে জুয়ার আসরটির পুলিশের উপস্থিতি টের পেয়ে আয়োজকরা পালিয়ে গেছে বলে জানান কুদরত-এ-খুদা।