মোস্তফার শপথ বুধবার

রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা আগামী বুধবার শপথ নেবেন।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2018, 11:21 AM
Updated : 15 Jan 2018, 11:21 AM

ওইদিন সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান হবে বলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার হোসেন আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, এ সংক্রান্ত চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সোমবার দুপুরে তার কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোস্তাফিজার রহমান মোস্তফাকে শপথ পাঠ করাবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শপথের চিঠি পেয়েছি। ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।”

গত ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এক লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন জাতীয় পার্টির মোস্তফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু পান ৬২ হাজার ৪০০ ভোট।

২০১২ সালের ২৮ জুন রংপুর পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত করা হয়। ওই বছরের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে মোস্তফাকে পরাজিত করে ঝন্টু মেয়র নির্বাচিত হয়েছিলেন।