নাটোর জেলা ক্রীড়া কর্মকর্তা নিখোঁজ

নাটোর জেলা ক্রীড়া কর্মকর্তা গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2017, 02:52 PM
Updated : 12 Dec 2017, 02:52 PM

রোববার থেকে রাকিবুল হাসান এছাহী (২৯) নামের ওই কর্মকর্তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে বলে নাটোর জেলা ক্রীড়া কর্মকর্তার কার্যালয় ও পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।

রাকিবুল পাবনা জেলার ক্রীড়ারও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

নাটোর জেলা ক্রীড়া কর্মকর্তার অফিস সহকারী আসিক হোসেন জানান, গত রোববার সকাল সাড়ে ৮টায় মোবাইল ফোনে তার সঙ্গে ওই কর্মকর্তার কথা হয়েছিল।

“ফোনে তিনি নাটোরের গুরুদাসপুরের শ্বশুরবাড়ি থেকে অফিসে আসছেন বলে জানিয়েছিলেন। কিন্তু সেদিন তিনি কর্মস্থলে না আসায় পরদিন বিষয়টি নাটোরের পুলিশ সুপারকে এবং তার বড় ভাইকে জানাই।”

রোববার দুপুর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানান আসিফ।

রাকিবুলের চাচা শ্বশুর আবুল কালাম বলেন, তারা রাকিবুল হাসানের সন্ধান পাচ্ছেন না। সম্ভাব্য সব স্বজনদের বাড়িতে, হাসপাতালে ও থানায় খোঁজ নেওয়া হয়েছে।   

নাটোর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল হাই জানান, বিষয়টি তিনি শুনেছেন। তাকে খোঁজা হচ্ছে।