বরিশালে ‘ইন্দো বাংলা’ কারখানা থেকে অবৈধ ওষুধ জব্দ, জরিমানা

বরিশালের ‘ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস’ কারখানায় অভিযান চালিয়ে অনুমোদনবিহীন বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে র‌্যাব।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2017, 01:16 PM
Updated : 6 Dec 2017, 05:39 PM

বুধবার ভোর পর্যন্ত চলা এ অভিযানে রেজিস্ট্রেশন ও অনুমোদনবিহীন ওষুধ উৎপাদনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে অভিযানে নেতৃত্বদানকারী র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর রাকিব উজ্জামান জানান।

তিনি বলেন, ইন্দো বাংলা দীর্ঘ দিন ধরে অনুমোদনবিহীন ওষুধ উৎপাদন ও বাজারজাত করে আসছে; এমন তথ্য র‌্যাবের কাছে ছিল। এর প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে প্রথম দফায় কারখানাটিতে অভিযান চালিয়ে অনুমোদনহীন বিভিন্ন ওষুধ উৎপাদনের প্রমাণ পায় র‌্যাব।

“কিন্তু কারখানা কর্তৃপক্ষ বিভিন্ন কাগজপত্র দেখিয়ে ভুল বোঝানোর চেষ্টা করে। পরে রাতে ওষুধ প্রশাসনের কর্মকর্তা ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের অংশগ্রহণে পুনরায় অভিযান চালিয়ে অবৈধভাবে উৎপাদিত সাত ধরনের বিপুল পরিমাণ ওষুধ পাওয়া যায় কারখানাটিতে।”

জব্দ ওষুধের আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ টাকা বলে জানান তিনি।

ওষুধ প্রশাসনের কর্মকর্তা তানভীর আহম্মেদ বলেন, যেসব ওষুধ জব্দ করা হয়েছে, সেগুলোর রেজিস্ট্রেশন নেই। ১৯৪০ সালের ড্রাগ অ্যাক্টে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে কারখানার ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক সাব্বিরের দাবি, যথাযথ নিয়ম মেনেই ওষুধ প্রস্তুত ও বাজারজাত করা হচ্ছে।