চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও মাদকসহ আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় অস্ত্র, মাদক ও জাল রুপিসহ তিনজনকে আটক করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2017, 07:10 AM
Updated : 27 Nov 2017, 07:11 AM

সোমবার সকালে সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকা থেকে র‌্যাব একজনকে এবং শিবগঞ্জ উপজেলার গোপালপুর এলাকা থেকে রোববার রাতে বিজিবি দুইজনকে আটক করে।

আটককৃতরা হলেন সদর উপজেলার হাকিমপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. আলম (৪২) এবং শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের আব্দুল হালিমের ছেলে মো. জেম (২৮) ও রানীনগর গ্রামের আহসান আলীর ছেলে জামাল উদ্দীন বাবু ওরফে ভোদল (২৫)।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান, মাদক ও জাল রুপি লেনদেন হচ্ছে এমন খবরে নরেন্দ্রপুর মোন্নাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলমকে আটক করে র‌্যাব।

এসময় তার কাছ থেকে এক কেজি ৫৮ গ্রাম হেরোইন ও দুই লাখ ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আবুল এহসান জানান, গোপন খবরে রোববার গভীর রাতে গোপালপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, দুইটি হাসুয়া ও ৫০ বোতল ফেনসিডিলসহ জেম ও ভোদলকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা দিয়ে উদ্ধার অস্ত্র ও মাদকসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।