পিরোজপুরে ‘চোরের ছুরিতে’ প্রহরী আহত

পিরোজপুর শহরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনিস্টিটিউটে চুরিতে বাধা দেওয়ায় নৈশপ্রহরীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2017, 07:16 AM
Updated : 25 Nov 2017, 07:16 AM

ইনিস্টিটিউটের সহকারী সুপারিনটেনডেন্ট এস এম আলমগীর জানান, শনিবার ভোরের দিকে তাদের নৈশপ্রহরী মো. জাহাঙ্গীর হোসেনকে (৩২) ছুরি দিয়ে কুপিয়ে আহত করা হয়।

তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাহাঙ্গীরের বাড়ি জেলার মঠবাড়িয়া উপজেলার বুখইতলা বান্দরপাড়ায়। তিনি সপরিবার পিরোজপুরে বসবাস করেন। 

জাহাঙ্গীরের ছেলে কাওসার হোসেন বলেন, “রাতে বাবার চিৎকার শুনে ঘুম থেকে উঠে গেটের কাছে যাই। অজ্ঞাত ব্যক্তিরা তাকে কুপিয়ে মাটিতে ফেলে চলে যায়।

“হাসপাতালে নেওয়ার সময় বাবা বলেছেন, অজ্ঞাত কয়েকজন লোক সুপারিনটেনডেন্ট রুমের গ্রিল কেটে ঢুকছিল। বাধা দিলে তারা লোহার পাইপ দিয়ে পিটিয়ে ও ধারালো অন্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়।”

এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টাসহ মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস।