সিলেটে আ. লীগ নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

চার কোটি টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগে সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম- সম্পাদক বিজিত চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2017, 12:37 PM
Updated : 21 Nov 2017, 12:37 PM

মঙ্গলবার মেসার্স সিটি ফার্নিচারস মালিক রাঙ্গা সিংহ সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন বলে বাদীর আইনজীবী তাজউদ্দিন জানান।

“আদালতের ভারপ্রাপ্ত বিচারক সাইফুল ইসলাম মামলাটি আমলে নিয়ে পিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন।”

আইনজীবী তাজউদ্দিন বলেন, “২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বাদীর কাছ থেকে বড় অংকের টাকা চাঁদা এবং জোর করে জমি বিক্রির করে চার কোটি টাকা আত্মসাৎ করেন বিজিত চৌধুরী।

“পাওনা টাকার বিপরীতে বাদীকে চেকও দেন বিজিত। ব্যাংকে টাকা তুলতে গেলে চেক ফেরত আসে।”

পরে ওই টাকা চাইতে গেলে বিজিত বাদী ও তার স্ত্রীকে হত্যার হুমকি দেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে আওয়ামী লীগনেতা বিজিত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নগেন্দ্র চন্দ্র বর্মণ এক সময় আমার কর্মচারী ছিলো। কোনো একটি মহলের ইন্ধনে আমার বিরুদ্ধে মামলা করেছেন।”