রংপুরে হিন্দু বসতিতে হামলায় ক্ষতিগ্রস্তদের দেখে ফেরার পথে গাড়ি থামিয়ে মহাসড়কের পাশে ছোট্ট দোকানে চা খেলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তাতে মন্ত্রীকে কাছ থেকে দেখার সুযোগ পেলেন অজপাড়ার খেটে খাওয়া মানুষ।
Published : 19 Nov 2017, 11:16 PM
রোববার দুপুরে রংপুর-সৈয়দপুর মহাসড়কের রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী বাজারে নামেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সেখানে খোকন মিয়ার দোকানে বসে সফরসঙ্গীদের নিয়ে চা খান তিনি। প্রায় ১০ মিনিট সেখানে হয় তার যাত্রাবিরতি।
এই সুযোগে মন্ত্রীকে দেখতে ভিড় জমান আশপাশের মানুষ। এ সময় ওবায়দুল কাদের তাদের সঙ্গে হাত মেলান, করেন কুশল বিনিময়।
চা খেয়ে দোকানি খোকন মিয়াকে এক হাজার টাকা দেন ওবায়দুল কাদের।
মন্ত্রীকে আপ্যায়নের সুযোগ পেয়ে খুশি খোকন মিয়া বলেন, “মুই কোনো দিন ভাবো নাই, মোর চা দোকানোত মন্ত্রী আসি বসি চা খাইবে। আবার হাজার টেকাও দিলেন। দ্যাশোত এমন মন্ত্রীর দরকার।”