নেত্রকোণায় পালানো আসামি আবার গ্রেপ্তার

নেত্রকোণার পূর্বধলা থানা থেকে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে পালানো হত্যামামলার সেই আসামিকে পুলিশ আবার গ্রেপ্তার করেছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2017, 06:31 AM
Updated : 11 Nov 2017, 06:32 AM

পূর্বধলা থানার ওসি অভিরঞ্জন দেব জানান, শনিবার সকাল ৮টার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়ার  ‏‏বিজয়নগর উপজেলার আমতলা বাজার থেকে গ্রেপ্তার কার হয়।

গ্রেপ্তার রুবেল মিয়া (২৫) পূর্বধলা উপজেলার গরুয়াকান্দা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

ওসি অভিরঞ্জন বলেন, গত ৯ অক্টোবর সন্ধ্যায় তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর দুই দিন পর ভোর সাড়ে ৪টার দিকে শৌচাগার থেকে পালিয়ে যান।

“শৌচাগারের ভেন্টিলেটর ছিল বড়। আর এর রডগুলোয় জং ধরে গিয়েছিল। তার শরীর চিকন হওয়ায় তিনি সহজে গলিয়ে যান।”

পালিয়ে যাওয়ায় তার নামে আরও একটি মামলা হয়েছে বলে জানান ওসি অভিরঞ্জন।

তিনি বলেন, পালানোর পর থেকে পুলিশ তাকে খুঁজছিল। তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার পুলিশের সহায়তায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, রুবেল পূর্বধলার গায়লাপাড়া গ্রামের মোটরসাইকেল চালক মো. কাকন মিয়া (২৫) হত্যা মামলার আসামি।

গত ২৫ অগাস্ট রাতে পূর্বধলা-ডেওটুকোন সড়কের ছোচাউড়ায় যাত্রীবেশী কয়েকজন কাকন মিয়ার মোটরসাইকেল ছিনিয়ে নিতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়।

ছেলের ওপর হামলার খবর শোনার পর কাকনের বাবা আবুল কাশেমও (৬৫) ওই রাতেই মারা যান।

কাকনের মৃত্যুর ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর ২৮ অগাস্ট রাতে ময়নুদ্দিন রহমান (২২) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তার স্বীকারোক্তির ভিত্তিতে গ্রেপ্তার করা হয় রুবেল মিয়াকে।

রুবেলের নামে দুর্গাপুর থানায় আরও একটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার।