ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র হত্যায় কিশোর আটক

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র হত্যায় একজনকে কিশোরগঞ্জ থেকে এক কিশোরকে আটক করেছে পুলিশ। 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2017, 07:41 AM
Updated : 6 Nov 2017, 09:31 AM

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. নবীর হোসেন জানান, সোমবার বেলা পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা থেকে তাকে আটক করা হয়।

ওসি নবীর বলেন,ছিব্বাতুল্লার মোবাইল ফোনের নাম্বার ট্র্যাক করে তাকে আটক করা হয়। তাকে থানায় রাখা হয়েছে।

রোববার সন্ধ্যায় পূর্ব মেড্ডা এলাকার ছিব্বাতুল্লার নেতৃত্বে কয়েকজন যুবক কান্দিপাড়ার জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় কিতাব বিভাগের ছাত্র ২৫ বছর বয়সী হৃদয়কে বাড়ি থেকে স্কুল-মসজিদের সামনে ডেকে আনে।

পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছিব্বাতুল্লা ধারালো ছুরি দিয়ে হৃদয়ের বুকে আঘাত করে। জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি (তদন্ত) জিয়াউল হক বলেন, হৃদয় হত্যাকাণ্ডে ঘটনায় এখনও মামলা হয়নি। তবে ঘটনাস্থল পরিদর্শন করে  প্রাথমিকভাবে এ ঘটনায় জড়িত হিসেবে ছিব্বাতুল্লা ও আজকে আটক ওই কিশোরের নাম জানা গেছে।

এদিকে সকালে হৃদয় হত্যার বিচার চেয়ে তার সহপাঠীরা জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।