ভর্তি পরীক্ষায় প্রক্সি, ঢাবি ছাত্রসহ ২ জনের দণ্ড

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অন্যের হয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়লের এক ছাত্রসহ দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2017, 11:10 AM
Updated : 5 Nov 2017, 11:24 AM

রোববার ভর্তি পরীক্ষার প্রথম দিনে এদের আটক করা হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক শ্রীপতি সিকদার।

দণ্ডিতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র মমতাসিম বিল্লাহ ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল মামুন।

এ‌দের মধ্যে মমতাসিমকে এক মাস ও মামুনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।

শ্রীপতি সিকদার বলেন, বদলি পরীক্ষা দিতে আসা মমতাসিম ও মামুনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ বছর বিশ্ববিদ্যালয়ে সাতটি ইউনিটে ১৯৯৫ আসনের বিপরীতে এক লাখ এক হাজার ৬২৩ জন শিক্ষার্থী আবেদন করেছে।

রোববার প্রথম দিনে ‘জি’ ইউনিটের সকল পরীক্ষার্থী এবং ‘সি’ ও ‘ই’ ইউনিটের নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা আগামী ৮ নভেম্বর পর্যন্ত চলবে।