শাকিব খান-এ ‘বিপন্ন’ অটোরিকশাচালকের সংসার

‘হ্যালো, শাকিব খান’- নিজের মোবাইল ফোনে এই যন্ত্রণায় অস্থির হবিগঞ্জের ইজাজুল মিয়া; মেয়েদের ফোনে তার ঘরও ভাঙার উপক্রম।

রাসেল চৌধুরী হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2017, 11:35 AM
Updated : 29 Oct 2017, 11:38 AM

চিত্রনায়ক শাকিব খানের খোঁজে তার নম্বরে অবিরত ফোনে অতিষ্ঠ হয়ে মামলা করেছেন অটোরিকশাচালক ইজাজুল। সেই মামলায় আসামি করা হয়েছে বাংলাদেশের চলচ্চিত্রের এই নায়ককে।

রোববার হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সম্পা জাহানের আদালতে করা মামলাটিতে আসামি করা হয়েছে হালের চলচ্চিত্র ‘রাজনীতি’র পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদকেও।

রোজার ঈদে গত ২৬ জুন মুক্তি পাওয়া রাজনীতি সিনেমা থেকে বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের ইজাজুল মিয়ার এই বিপত্তির সূত্রপাত।

দীর্ঘ বিরতির পর এই চলচ্চিত্র দিয়ে ফেরে শাকিব খান-অপু বিশ্বাস জুটি।

সোয়া দুই ঘণ্টার ওই চলচ্চিত্রের ২৬ মিনিটের দৃশ্যটি নিয়ে মামলা করেছেন ইজাজুল।

ওই দৃশ্যে নায়ক শাকিব খান একটি মোবাইল ফোন নম্বর দেন নায়িকা অপু বিশ্বাসকে। আর তা ইজাজুলের বলে মামলায় অভিযোগ করেন তিনি।

এই রাজনীতি চলচ্চিত্র নিয়েই ইজাজুলের সমস্যার সূত্রপাত

ইজাজুল বলেন, সিনেমায় ওই নম্বর দেখানোর পর গত ১০ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে তার ফোনে ৪৩২টি কল আসে। আর যারা ফোন করেছেন তাদের বেশিরভাগই শাকিবের নারী ভক্ত।

শাকিব খান মনে করে খুলনা থেকে এক গৃহকর্মী ইজাজুলের বানিয়াচং-এর বাড়িতেও চলে আসেন বলে এজাহারে বলা হয়।

দিন-রাত অনবরত মেয়েদের ফোন আসায় এক সন্তানের জনক ইজাজুলের স্ত্রী চটে আছেন বলে মামলায় বলা হয়। ইজাজুল বলছেন, এখন সংসার টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন তিনি।

তাই শাকিব খানসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা ও মানহানির অভিযোগে ইজাজুল এই মামলা করছেন বলে বাদীর

আইনজীবী এম এ মজিদ জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, “পারিবারিক জীবন বিপন্ন হওয়ার কারণ উল্লেখ করে মামলায় প্রতারণা ও ৫০ লাখ টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে।”

আদালত মামলাটি গ্রহণ করে গোয়েন্দা (ডিবি) পুলিশকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন বলে এই আইনজীবী জানান।