বর্ষণে ঝিনাইদহে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

তিন দিনের টানা বর্ষণে ঝিনাইদহে কৃষি জমিসহ নানা ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2017, 01:15 PM
Updated : 21 Oct 2017, 01:34 PM

জেলা শহরের বিভিন্ন এলাকায় পানি জমে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলার ভারপ্রাপ্ত উপ-পরিচালক শংকর কুমার মজুমদার জানান, এবার এ জেলায় ৯৯ হাজার হেক্টরে রোপা আমনের চাষ হয়েছে। প্রথম থেকে আবহাওয়া অনুকূল থাকায় ফসলের অবস্থা খুব ভালো ছিল। আগাম চাষ করা ধান পেকে গেছে। চাষিরা এ ধান কাটতে শুরু করেছ। বাকি ধানের ৯০ ভাগে শীষ বের হয়েছে।

অবিরাম বর্ষণের সাথে দমকা হাওয়ায় ধানের  ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “মাঠের পর মাঠ ধান গাছ মাটির সঙ্গে লেপটে গেছে। এছাড়া ক্ষেতে পানি জমেছে। এতে ফলন বিপর্যয় হবে।”

আগাম শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিম, পালংশাকেরও ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রয়েড়া গ্রামের চাষি মো. জিকু লস্কর জানান, তিনি দুই বিঘা জমিতে হাইব্রিড ধানিগোল্ড ধানের চাষ করেছেন। এতে খরচ হয়েছে ১৬ হাজার টাকা। ধান খুব ভালো হয়েছিল। শীষ বের হয়ে দানা পুষ্ঠ হয়েছিল।

“আশা ছিল অন্তত ৭০ মণ ধান হবে। ক্ষেতের ধান মাটিতে লেপটে গেছে। তার উপর হাঁটু পানি জমে আছে। এখন ১০ মন ধানও ঘরে উঠবে না।”

একই উপজেলার মনোহরপুর গ্রামের চাষি রাশিদুল হাসান জানান, তাদের চার বিঘা জমির ধান মাটিতে লেপটে গেছে। ক্ষেতে এখন কোমড় সমান পানি। ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।