কলেজছাত্রীকে কুপিয়ে জখম:  সেই যুবকের বিরুদ্ধে মামলা

নেত্রকোণার কেন্দুয়ায় কলেজছাত্রীর চুল কাটার পর কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে।

নেত্রকোণা  ও ময়নসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2017, 02:46 PM
Updated : 18 Oct 2017, 02:46 PM

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) স্বপন চন্দ্র সরকার জানান, বুধবার কলেজছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।

‘প্রেমঘটিত বিষয়ে দ্বন্দ্বে’ মঙ্গলবার বিকালে কেন্দুয়া পৌরসভার পূর্ব শান্তিবাগে পিপুল মিয়া ওরফে ইমন ওই কলেজছাত্রীর চুল কাটার পর কুপিয়ে জখম করে বলে জানায় পুলিশ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই কলেজছাত্রী শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক।

মেয়েটির বাড়ি কিশোরগঞ্জে তবে নেত্রকোণায় একটি ভাড়া বাসায় থেকে স্থানীয় কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করেন।

ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ রেলস্টেশন থেকে ইমনকে আটক করে পুলিশ।

পরিদর্শক স্বপন বলেন, মামলায় পিপুল মিযা ওরফে ইমনকে একমাত্র আসামি করা হয়েছে। পরে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

“সাত দিনের রিমান্ড আবেদন করে ইমনকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে।”

এদিকে ইমনের শাস্তির দাবিতে বুধবার উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কেন্দুয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিবাবকরা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক খাজা মাসুম কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমানে কলেজছাত্রী শঙ্কামুক্ত। তার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

“হাতের বেশ কয়েকটি রগ কেটে যাওয়ায় সুস্থ হতে একটু সময় লাগবে।”