পাকুল্লা সেতু মেরামত শেষে চলাচল ‘স্বাভাবিক’

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পাকুল্লা সেতুতে গর্তের কারণে রাতভর যানজট চলার পর মেরামত শেষে সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2017, 04:13 AM
Updated : 10 Sept 2017, 05:40 AM

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক এসএম শহীদুর রহমান জানান, রোববার ভোর ৫টা থেকে সেতু দুই লেইনে যান চলাচল শুরু হয়।    

সেতুর পশ্চিম অংশের ঢাকামুখী লেইনে শনিবার রাত সোয়া ৮টার দিকে প্রায় দুই মিটার আকারের একটি গর্তের সৃষ্টি হয়।

ফলে সেতুর উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হয়। ওই পরিস্থিতি চলে ভোর পর্যন্ত।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহীন জানান, রাতে পুলিশ সুপার মো. মাহবুব আলম সড়ক ও জনপথ বিভাগকে খবর দেন। তারা এসে রাত সাড়ে ১১টার দিকে গর্ত মেরামত শুরু করেন।  

সড়ক ও জনপথ বিভাগের মির্জাপুর সাইট অফিসের উপ-সহকারী প্রকৌশলী প্রদীপ সরকার জানান, রাত ২টার দিকে মেরামতের কাজ শেষে সেতুর উভয় লেইনে যান চলাচল শুরু হয়।

এদিকে ঈদ শেষে কর্মস্থলে ফেরার চাপের মধ্যে ঢাকা-টাঙ্গাইল সড়কে শুক্রবার রাত ২টার দিকে কয়েকটি দুর্ঘটনার কারণে চন্দ্রা থেকে মির্জাপুরের নাটিয়াপাড়া পর্যন্ত অন্তত ৩০ কিলোমিটার এলাকায় যানজটে পড়তে হয় যাত্রীদের।

আর টাঙ্গাইল থেকে বঙ্গবন্ধু সেতু এলাকায় শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত অন্তত ২৪ কিলোমিটার এলাকায় যানবাহন চলাচলে ছিল ধীর গতি।

টাঙ্গাইল জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের চেষ্টায় শনিবার সকাল ৮টা থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।