ঠাকুরগাঁওয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2017, 09:28 AM
Updated : 4 Sept 2017, 09:28 AM

সোমবার সকালে উপজেলার বোয়ালধার ফতেপুর গ্রামের একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধুর লাশ তারা উদ্ধার করেন বলে বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজার রহমান জানান।

নিহত নাসরিন আক্তার (২০) ওই উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বোয়ালধার গ্রামের রেজাউল করিমের স্ত্রী।

নাসরিনের বাবা নাজিম উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,গত এপ্রিল মাসে যৌতুক দিয়ে বোয়ালধার গ্রামের নূর ইসলামের ছেলে রেজাউলের সঙ্গে নাসরিনের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন নাসরিনকে মারধর করতো বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “গত রোববার দুপুরে কোরবানী ঈদের দাওয়াত দিতে আমি মেয়ের বাড়ি যাই। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজন আমাকে মেয়ের সঙ্গে দেখা করতে না দিলে উল্টো অপমান করে তাড়িয়ে দেন। ”

এরপর বাড়ি ফিরে আসার পর রাতে রেজাউলের বাড়ির লোকজন তাকে মোবাইলে ফোন করে নাসরিনের নিখোঁজের খবর জানান।

“সোমবার সকালে আমার মেয়ের লাশ ঝুলন্ত লাশ পাওয়া যায়। যৌতুকের জন্যই মেয়ের শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে।”, বলেন নাজিম।, 

ওসি মোস্তাফিজার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়রা ওই গৃহবধুর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

“নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।তার দুই পায়ে জখমের পর পুড়িয়ে দেওয়া হয়েছে।”

প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।