জয়পুরহাটে হুন্ডির ৩৮ লাখ টাকাসহ আটক ১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার  হুন্ডির সাড়ে ৩৮ লাখ টাকাসহ একজনকে আটক করেছে বিজিবি।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2017, 02:16 PM
Updated : 28 August 2017, 02:16 PM

সোমবার বিকালে উপজেলার কয়া সীমান্তের কয়া-চেঁচরা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ মো. আনিছুর হক।

আটক মানিক মিয়া (২৫) উপজেলার চেঁচড়া গ্রামের মৃত আপেল উদ্দীনের ছেলে।

বিজিবি কর্মকর্তা আনিছুর হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীমান্ত দিয়ে হুন্ডির টাকা পাচার হচ্ছে এমন খবরে বিজিবি সদস্যরা চেঁচড়া সীমান্তে অবস্থান নেয়।

“বিজিবির উপস্থিতি টের পেয়ে মানিক মিয়া একটি শার্টে হুন্ডির টাকাগুলো পেচিয়ে ভারত সীমান্ত থেকে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় টহলরত বিজিবি সদস্যরা শার্টে মোড়ানো টাকাগুলোসহ তাকে আটক করে।”

এ ব্যাপারে মামলা করে টাকাসহ মানিককে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।