দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার এসপির গাড়ি

কুমিল্লায় এক সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমানসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2017, 10:27 AM
Updated : 22 August 2017, 10:27 AM

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, সিলেট-কুমিল্লা মহাসড়কের কংশনগর এলাকায় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।

“তবে তাদের তাদের আঘাত গুরুতর নয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

আহত অন্যরা হলেন পুলিশ সুপারের (এসপি) গাড়িচালক এএসআই সাইফুল ইসলাম এবং দেহরক্ষী কনস্টেবল হারুনুর রশিদ।

ইকবাল হোসেন জানান, সকালে এসপি মিজান ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামে ডিআইজি অফিসে একটি সভায় যোগ দিতে যাচ্ছিলেন।

“সকাল ৭টার দিকে কংশনগরে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে তাকে বহনকারী সরকারি গাড়ির (পাজেরো স্পোর্টস) চালক নিয়ন্ত্রণ হারালে মহাসড়কের পাশে গাছের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে।”

ইকবাল জানান, এতে মিজানুর রহমান পায়ে ও কোমরে আঘাতপ্রাপ্ত হন। অপর দুই সদস্য সামান্য আঘাত পান। পরে বুড়িচং উপজেলার কংশনগর বাজারের একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন তারা।

এরপর চট্টগ্রাম না গিয়ে এসপি মিজান ব্রাহ্মণবাড়িয়া ফিরে আসেন বলে জানান ইকবাল।