শেরপুরে শিবিরের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

শেরপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2017, 12:23 PM
Updated : 27 July 2017, 12:23 PM

বৃহস্পতিবার ভোরে শহরের বাকরাকসা কাজী বাড়ি পুকুরপাড় এলাকার অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সদস্য ফরহাদ মিয়ার মেস বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে শেরপুর সদর থানার ওসি নজরুল ইসলাম জানান।

এরা হলেন, শেরপুর জেলা শিবিরে সহ-সভাপতি জাহেদুল ইসলাম, শেরপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শাখার শিবির সভাপতি তাজুল ইসলাম, শিবিরের সাথী আহসান খান ওরফে ঈশান ওরফে জুবায়ের ও আমির হামজা।

ওসি নজরুল বলেন, শেরপুরে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় ছাত্র শিবিরের ওই চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই, ব্যানার ও বিভিন্ন ধরনের সাংগঠনিক কাগজপত্রও উদ্ধার করা হয়।

পুলিশ উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও ওসি জানান ।

এদিকে শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামিসহ ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে পুলিশ।