ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় আসামি যুবলীগ নেতা

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান হত্যার ঘটনায় স্থানীয় দুই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2017, 06:30 AM
Updated : 14 July 2017, 07:34 AM

মান্নানের বড় ভাই আবু আলী বাদী হয়ে বৃহস্পতিবার রাতে হত্যা মামলাটি করেন বলে ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান জানান

মামলার এজাহারে ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব দত্ত (৩৫) ও পৌর যুবলীগের ১০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শান্তসহ (৩৬) অজ্ঞাত পরিচয় আরও চারজনকে আসামি করা হয়েছে।

আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান মশিউর। 

গত মঙ্গলবার রাতে মান্নান তার দুই বন্ধু জুম্মন ও জনির সঙ্গে মোটরসাইকেলে করে রোড মুন্সিরহাট এলাকা থেকে শহরের দিকে যাচ্ছিলেন। পথে তাদের গতি রোধ করে সজীব একটি ধারালো অস্ত্র দিয়ে মান্নান ও জুম্মনকে কোপায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পরদিন বুধবার সজীবের ভাই পিন্টু দত্ত (৩৫) ও শান্তর ভাই রানাকে আটক করে পুলিশ (৪০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মামলার বাদী আবু আলী বলেন, “যুবলীগ নেতা সজিব ও শান্ত আমার ভাই আব্দুল মান্নানকে কুপিয়ে হত্যা করেছে। আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই।”