ময়মনসিংহে জমির বিরোধের সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ সদরে জমির বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ দুই জন নিহত হয়েছেন, আহত হন উভয়পক্ষের অন্তত ১৫ জন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2017, 09:50 AM
Updated : 16 June 2017, 01:17 PM

শুক্রবার সিরতা গ্রামে এ সংঘর্ষ হয় বলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান।

নিহতরা হলেন গৃহবধূ সাথী (৩৫) ও দেলোয়ার হোসেন (৪০)।

আহতদের মধ্যে ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী আবুল হাসান ও আজাহার উদ্দিন জানান, সিরতা গ্রামে রাস্তার জমি নিয়ে হাফিজ উদ্দিন ও প্রতিবেশী হেলাল উদ্দিনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এই নিয়ে বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর জেরে সকালে দুই পক্ষ লাঠিসোটা ও দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানান তারা।

আবুল হাসান বলেন, সংঘর্ষে ঘটনাস্থলেই সাথী নিহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান দেলোয়ার।

ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানান তিনি।

কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গেছে। পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে। 

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শফিকুল ইসলাম (২৭), আসাদ মিয়া (২৬), দেলোয়ার হোসেন (২৮), দেলোয়ার আলী (২৪), পারভীন আক্তার (৪৫), মিজারুল হোসেন (৩৫), হেলাল উদ্দিন (৫০), মাজহারুল মিয়া (২৫), শাকিব (১৭) ও হারুণ আলী (৪৫)।