লামায় সাবেক ইউপি সদস্য সস্ত্রীক খুন

বান্দরবানের লামা উপজেলায় সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্য ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে; অভিযোগ উঠেছে ডাকাতিরও।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2017, 08:41 AM
Updated : 25 March 2017, 08:43 AM

লামা থানার ওসি আনোয়ার হোসেন জানান, শুক্রবার রাতে উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালি ইউনিয়নের ছোট ইয়াংছা পাড়ায় তাদের নিজেদের বাড়িতে হত্যা করা হয়।

নিহতরা হলেন - ওই পাড়ার ক্যহ্লাচিং মারমা (৭০) ও তার স্ত্রী চিং হ্লা মে মারমা (৬৫)।

নিহতদের মেয়ে মাঅং মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মা-বাবা আলাদা বাড়িতে  থাকতেন।

“সকাল ৭টার দিকে আমি তাদের জন্য রান্না করতে এসে ঘরে গিয়ে বাবার গলা কাটার লাশ দেখতে পাই। আর মায়ের বুকে ছুরিকাঘাতের চিহ্ন আছে।”

হত্যা ছাড়াও লুটপাটের অভিযোগ করেছেন নিহতের ছেলে মংক্যহ্লা মারমা।

তিনি বলেন, “আমি এসে আলমারি, সিন্দুক ও বাক্সের তালা খোলা দেখতে পাই। আর ঘরের ভেতরে সব জিনিসপত্রও এলোমেলো করা হয়েছে। টাকা-পয়সা ও সোনাদানা যা ছিল সব নিয়ে গেছে।”

গ্রামপ্রধান অংশৈপ্রু মারমা ও ইউনিয়ন পরিষদ সদস্য আপ্রুচিং মারমা মনে করছেন, জমির বিরোধে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।

বিষয়টি তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে বলে জানিয়েছেন ওসি আনোয়ার হোসেন।