ঠাকুরগাঁওয়ে পাওনা টাকার বিবাদে গৃহবধূ খুন

ঠাকুরগাঁও সদর উপজেলায় পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে এক গৃহবধূকে লাঠি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। 

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2017, 08:30 AM
Updated : 20 March 2017, 09:14 AM

আকচা ইউনিয়নের ইয়াকুবপুর গ্রামে রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান জানান।

নিহত হোসনেআরা (৫৫) ওই গ্রামের মুদি দোকানদার আব্দুর রাজ্জাকের স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে ওসি মশিউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন আগে রাজ্জাকের দোকান থেকে ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (২২) কিছু জিনিসপত্র কেনেন। ওই সময় ইসমাইলের ২০ টাকা দেনা হয়।

“রোববার রাতে ইসমাইল আবার রাজ্জাকের দোকানে জিনিসপত্র কিনতে গেলে হোসনেআরা তাকে আগের পাওনা টাকা পরিশোধ করতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

এক পর্যায়ে ইসমাইল লাঠি দিয়ে হোসনেআরার মাথায় আঘাত করে পালিয়ে যায়।”

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হোসনেআরাকে মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।

তিনি বলেন, ইসমাইলকে আটকের চেষ্টা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।