গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার প্রথম স্ত্রীর বিরুদ্ধে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2017, 05:35 AM
Updated : 5 Feb 2017, 05:54 AM

রতনপুর এলাকা থেকে রোববার সকালে ২৪ বছর বয়সী নুরিজা বেগমের লাশ উদ্ধার করা হয় বলে কালিয়াকৈর মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই মো. সাইফুল ইসলাম জানান।

স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক নুরিজা ওই এলাকার অটোরিকশা চালক শরিফ হোসেনের স্ত্রী। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বড়চাপরিয়া এলাকার আব্দুস ছালমের মেয়ে।  

এলাবাসীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই সাইফুল জানান, গত বছরের অগাস্টে শরিফতার প্রথম স্ত্রী জিয়াছমিনকে তালাক না দিয়েই দ্বিতীয়বারের মত নুরিজাকে বিয়ে করেন। বিয়ের পর দুই স্ত্রীকে নিয়ে একই বাড়িতে ভাড়া থাকতেন শরীফ।

“সকালে বাড়ির অদূরে একটি পরিত্যক্ত ঘরের বারান্দায় কাথায় মোড়ানো অবস্থায় নুরিজার লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ তা উদ্ধার করে।”

তবে শরিফ ও জিয়াছমিন পালিয়ে গেছে বলে জানান তিনি।

এসআই বলেন, “নুরিজার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।