কক্সবাজারের পেকুয়ায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধ ও তার মেয়ের জামাইয়ের মৃত্যু হয়েছে।
Published : 15 Dec 2016, 12:27 PM
বৃহস্পতিবার ভোরে শিলখালী ইউনিয়নের দুইল্যারজিরি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে পেকুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জয়নাল আবদীন জানান।
নিহতরা হলেন- শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকার মো. ছৈয়দ আলম (৬০) ও শাপেরঘারা এলাকার চান মিয়ার ছেলে মোহাম্মদ আলমগীর (৩০)।
স্থানীয়দের বরাত দিয়ে জয়নাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমতে বলেন, দুইল্যারজিরিতে ছৈয়দ আলমের ধান ও শাক-সবজির খামার রয়েছে। ফসল তোলার মৌসুম হওয়ায় আলম ও তার মেয়ের জামাই আলমগীর প্রতি রাতে ওই খামার পাহারা দিতেন।
“বুধবার রাতের পাহারা শেষ করে ভোরের দিকে খামারের ধান মাড়াইয়ের জায়গায় একটি তাঁবুতে তারা ঘুমাতে যান। এ সময় একটি বন্যহাতি তাঁবুতে হামলা করলে আলম ও আলমগীর পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।”
সকালে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে বলে জয়নাল জানান।