পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে ফেরির ট্রিপ কমে যাওয়ায় যান পারাপার ধীরে হচ্ছে।
Published : 09 Sep 2016, 06:02 PM
এ কারণে রাজবাড়ীর দৌলতদিয়ার চারটি ফেরিঘাটের সবগুলো চালু থাকলেও পারাপারের অপেক্ষায় রয়েছে যানবাহনের দীর্ঘ সারি।
শুক্রবার বেলা ১২টার দিকে একটি ঘাট বন্ধ হওয়ার দুই ঘণ্টার মধ্যে মেরামত করা হয়।
যানবাহন পারাপারে ১৬টি ফেরি চলাচল করছে। থেমে থাকা গাড়িগুলোর মধ্যে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাটের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শাহ আলম জানান, ৩ নম্বর ঘাটটি বন্ধ হয়ে যাওয়ার পর দ্রুত মেরামত শেষে বেলা ২টায় পুনরায় চালু করা গেছে।
“নদীতে প্রচণ্ড স্রোত থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরি চলাচলে দ্বিগুণ সময় লাগায় ট্রিপ সংখ্যাও কমে গেছে। এ কারণে ফেরি চললেও সময় বেশি লাগার কারণে উভয় পাড়ে আটকে পড়া যানবাহনগুলো পার হতে বেশি সময় নিচ্ছে।
“এ কারণে যাত্রী দুর্ভোগও বেড়েছে।”
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, বিকাল ৪টা পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাটে পাঁচ শতাধিত যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে। ১৬টি ফেরির মাধ্যমে যানবাহন পার করা হচ্ছে।
সন্ধ্যার দিকে যানবাহনের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।