বরিশালে পুরোহিতকে হত্যার হুমকি

বরিশালের মেহেন্দিগঞ্জে এক মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2016, 11:15 AM
Updated : 24 July 2016, 11:15 AM

রোববার মেহেন্দিগঞ্জ সদরের শ্রী শ্রী জগন্নাথ জিউ মন্দিরের পুরোহিত অনিমেষ ভট্টাচার্য ফোনে হুমকি পাওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি করেছেন বলে জানান মেহেন্দিগঞ্জ থানার ওসি ফোরকান আলী।

তিনি বলেন, রোববার ভোর ৫টার দিকে একটি বাংলালিংক নম্বর থেকে পুরোহিত অনিমেষ ভট্টাচার্যকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে সাত দিনের মধ্যে দেশ ছাড়তে বলেন। দেশ না ছাড়লে হত্যারও হুমকি দেয়।

হুমকি দেওয়া বাংলালিংক নম্বরটি বন্ধ রয়েছে জানান ওসি।

তিনি বলেন, ঘটনার পরপরই মন্দিরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

গত দেড় বছরে লেখক-প্রকাশক, ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট, সমকামী অধিকার কর্মী, বিদেশি, বৌদ্ধভিক্ষু, ধর্মান্তরিত ও ভিন্ন মতের মুসলিম ধর্মগুরুসহ বেশ কয়েকজন হিন্দু পুরোহিতকে একই কায়দায় কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

এসব ঘটনার বেশ কয়েকটিতে জঙ্গি সংগঠন আইএস দায় স্বীকার করলেও সরকার দেশে আইএসের অস্তিত্ব অস্বীকার করে আসছে।

গুলশানের ঘটনার দায়ও স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠনটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনাকে জঙ্গি হামলা হিসেবে অভিহিত করেছেন।