মামা হত্যায় ভাগ্নের ফাঁসি

পিরোজপুরে মামাকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2016, 10:24 AM
Updated : 15 June 2016, 10:25 AM

বুধবার পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ রায় দেন।

দণ্ডিত নিবাস শীল (৩০) সদর উপজেলার টোনা ইউনিয়নের বাসিন্দা মৃত সুখরঞ্জন শীলের ছেলে। রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন তিনি।

একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়,  ২০১৩ সালের ৮ সেপ্টেম্বর নাজিরপুর উপজেলার ষোলশত গ্রামে মামা হেমলাল শীলের বাড়িতে গিয়ে তার কাছে মায়ের পাওনা বাবদ এক লাখ টাকা দাবি করেন নিবাস। হেমলাল তা দিতে অস্বীকার করলে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরি দিয়ে মামাকে আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই হেমলালের মৃত্যু হয়। এ সময় প্রতিবেশীরা এসে নিবাসকে আটক করে পুলিশে দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী খান মো. আলাউদ্দিন বলেন, এ ঘটনায় হেমলালের ছেলে শ্যামল শীল বাদী হয়ে পরদিন নিবাস চন্দ্র শীলকে একমাত্র আসামি করে নাজিরপুর থানায় একটি হত্যা মামলা করেন।