ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে চালক নিহত ও এর ১২ যাত্রী আহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2016, 09:00 AM
Updated : 30 Jan 2016, 09:00 AM

শনিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাগলির বিল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামরুল আজম।

নিহত মাইক্রোবাস চালক রানা পাল (২৫) কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও পালপাড়ার রতন পালের ছেলে।

পরিদর্শক কামরুল আহত যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কক্সবাজার শহর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাইক্রোবাসটি চট্টগ্রাম যাচ্ছিল।

“পাগলির বিল ব্রিজের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে পাশের খালে পড়ে গেলে এর চালক ঘটনাস্থলেই নিহত হন।”

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চকরিয়ার মালুমঘাট ক্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করান।

আহতরা হলেন চকরিয়ার খুটাখালী এলাকার আমির হামজা (৫০), মোহাম্মদ আনিস (২৫), আব্দুল খালেক (২৭), কক্সবাজার সদরের ঈদগাঁও এলাকার প্রিয়তোষ পাল (৪০), নাজিম উদ্দীন (৩২), জসিম  উদ্দীন (২৫), আনোয়ারা বেগম (২০), রবিউল আলম (২৮), সজীব দে (৪০), মোহাম্মদ এহেসান (২২), কক্সবাজার শহরের শিশির পাল (৪০) ও ইসলামপুর ইউনিয়নের নাপিতখালীর উমর ফারুক (৩২)।