আদালত বৈধ করল মৌলভীবাজারে বিএনপি প্রার্থী

উচ্চ আদালতের আদেশে মৌলভীবাজার সদর পৌরসভায় মেয়র পদের প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির অলিউর রহমান।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2015, 03:51 PM
Updated : 14 Dec 2015, 03:51 PM

সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামাল ইসলামের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি ও মেয়র পদপ্রার্থী আনোয়ার আক্তার শিউলি একথা জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার একটি রিট আবেদনের প্রেক্ষিতে একটি দ্বৈত বেঞ্চ তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে।

তার পক্ষে মাহবুব উদ্দিন খোকন ও সাকিব মাহবুব রিট আবেদনের শুনানি করেন বলে তিনি জানান।

বিএনপির প্রার্থী অলিউর রহমানর মনোনয়নপত্র দাখিলের সঙ্গে সর্বশেষ আয়কর রিটার্নের রশিদের কপি না থাকায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার তার মনোনায়নপত্র বাতিল করেন।

এ প্রেক্ষিতে জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করলে গত শুক্রবার তা খারিজ হয়।