নেত্রকোণার বারহাট্টা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে স্কুলে যাওয়ার পথে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
Published : 02 Dec 2015, 10:57 AM
বারহাট্টা থানার ওসি সালেম-উজ্জামান জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছয়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত অর্জুন বিশ্বাস (৪২) মনাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একই উপজেলার রামপুর দশাল গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সদস্য ও মনাষ গ্রামের শামছুদ্দিন মাস্টারের ছেলে বাবুল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
নেত্রকোণার অতিরিক্তি পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক বলেন, বিদ্যালয়ের উন্নয়ন ফান্ডের ৩০ হাজার টাকা আত্মসাৎ করতে চেয়েছিলেন বাবুল মিয়া। এতে প্রধান শিক্ষক বাঁধা দিলে বেশ কিছুদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছিলেন বাবুল।
“এর জেরে সকালে মোটর সাইকেলে করে স্কুলে আসার পথে ছয়গাঁও গ্রামের আমিনুলের বাড়ির সামনে গতি রোধ করে বাবুল ও তার সহযোগীরা প্রধান শিক্ষককে অর্জুনকে রাম দা দিয়ে কুপিয়ে হত্যা করে।”
এঘটনার পর উপজেলার সব প্রাথমিক স্কুল ছুটি দিয়ে উপজেলা সদরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষকরা।