মাদারীপুরে আ.লীগে সম্ভাব্য প্রার্থী বেশি

অনেক পৌর এলাকার মতো মাদারীপুরেও তিনটি পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বেশি।

রিপনচন্দ্র মল্লিক মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2015, 03:39 PM
Updated : 28 Nov 2015, 03:39 PM

কালকিনি পৌরসভা

কালকিনিতে আওয়ামী লীগ সমর্থিত সাত জন ও বিএনপির একজন সম্ভাব্য মেয়র প্রার্থী প্রচার-প্রচারণায় নেমেছেন।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে বর্তমান মেয়র এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মশিউর রহমান সবুজ, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক লোকমান হোসেন ও কালকিনি সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক সোহেল রানা মিঠুসহ সাত মাঠে আছেন।

বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন মুন্সি আলোচনায় রয়েছেন।

মাদারীপুর পৌরসভা

আওয়ামী লীগের একাধিক প্রার্থী নির্বাচনী মাঠে সরব থাকলেও অনেকটাই নিরব বিএনপি। তবে জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান মুরাদ পৌর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

তিনি বলেন, ‘যদি আমাকে মনোনায়ন দেওয়া হয় তবে আমি নির্বাচন করব।’

এদিকে, জেলা বিএনপির সভাপতি আবুবকর সিদ্দিক আবু মুন্সি বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা পদক্ষেপ নেব।’

মাদারীপুর পৌরসভা বর্তমান মেয়র খালিদ হোসেন ইয়াদ ও শ্রমিক লীগ নেতা খন্দকার খায়রুল হাসান নিটুল প্রচারণায় নেমেছেন।

গত পৌর নির্বাচনে আওয়ামী লীগের নৌমন্ত্রী শাজাহান খানের সমর্থক বাহাউদ্দিন নাছিমের সমর্থকদের আলাদা আলাদা প্রার্থীর পেছনে সমর্থন করতে দেখা যায়।

শিবচর

শিবচর পৌর নির্বাচনে আওয়ামী লীগের সম্ভব্য প্রার্থী হিসেবে বর্তমান মেয়র মো. আ. লতিফ মোল্লা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শামসুদ্দিন খান, সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন খান, যুবলীগের সাবেক সভাপতি আকরাম হোসেন খান।

বিএনপি প্রার্থী হিসেবে পৌর যুবদলের সভাপতি বাকাউল করিম খান এবং পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক হেমায়েত হোসেন খানের নাম শোনা যাচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘সব সিদ্ধান্ত নির্ভর করে সাংসদ নুর-ই-আলম চৌধুরী লিটনের উপর। তিনি যাকে মনোনায়ন দেবেন তারা সবাই তার কাজ করবেন।’