বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের অটোরিকশাটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
Published : 02 Jan 2024, 08:26 PM
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভাতিজির জানাজায় যাওয়ার পথে ট্রাকের চাপায় এক ব্যক্তি ও তার স্ত্রীর প্রাণ গেছে; আহত হয়েছেন তাদের ছেলে।
মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে উপজেলার মৌচাক-ফুলবাড়িয়া সড়কের হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম জানিয়েছেন।
নিহতরা হলেন-কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কাচিঘাটা গ্রামের মজিবুর রহমান (৭৫) ও তার স্ত্রী হাবিবা (৬৫)।
আহত হাবিবুর রহমান গাজীপুর সরকারি মহিলা কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক। ৩৩ তম বিসিএস’র শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে ওই কলেজে কর্মরত ছিলেন। তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়িয়ার মোথাপাড়া গ্রামের সাব্বির আহমেদ কছিম জানান, মজিবুরের ভাতিজি কমলা খাতুন মঙ্গলবার সকালে মারা যান। তার জানাজায় অংশ নিতে পরিবারের সঙ্গে ওই বাড়িতে যাচ্ছিলেন তিনি।
ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল মোল্লা বলেন, “বোনের জানাজায় অংশ নিতে হাবিব তার বাবা ও মাকে নিয়ে অটোরিকশায় করে কাচিঘাটা গ্রামে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের অটোরিকশাটিকে চাপা দিলে তিনজনই গুরুতর আহত হন।
“পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে হাবিবাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান মজিবুরও।”
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকচালক জয়দেবপুর থানার পাইনশাইল গ্রামের আব্দুস ছালামের ছেলে আলী আহমেদকে আটক করে থানায় হস্তান্তর করে বলে জানান সোহেল।