জঙ্গি নির্মূল হয়নি, নিয়ন্ত্রণে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল না হলেও তা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2017, 10:04 AM
Updated : 8 March 2017, 10:12 AM

বুধবার রাজশাহীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন এবং ধর্মীয় সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, “এ দেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না। সব পেশার মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে।”

“জনশক্তিতে বলীয়ান হয়ে আমরা জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছি। কিন্তু এখনও নির্মূল করতে পারিনি। সেজন্য যে যেখানে আছেন তার সেই অবস্থান থেকে জঙ্গিবাদ নির্মূলে সহযোগিতা প্রয়োজন।”  

সেইসঙ্গে বাংলাদেশে জঙ্গিবাদের স্থান হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে দেশ। অগ্রগতির বাংলাদেশের গতিরোধ করার জন্য, উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য, শান্তির ধর্ম ইসলামকে কলঙ্কিত করার জন্য এ দেশে সন্ত্রাসীদের আনাগোনা।”

উগ্রবাদী এই সন্ত্রাসী জঙ্গিদের মোকাবেলায় ইমামদের সহযোগিতা চান মন্ত্রী।

রাজশাহী মাদ্রাসা মাঠে মহানগর পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঞা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগরে সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।