তারা পাচারকারীর মাধ্যমে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে বিজিবি জানায়।
Published : 08 Oct 2024, 08:55 PM
সিলেটের সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় তিন নারীকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার বাংলাদেশের অভ্যন্তরে রানীরঘাট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান সাংবাদিকদের জানান।
আটকরা হলেন-মাগুরা জেলার শ্রীপুর থানার কপরিযা গ্রামের বিনয় দত্তের স্ত্রী মঞ্জুশ্রী (৩৮), বিনয় দত্তের মেয়ে দীঘি জোয়াদ্দার (১৪) ও একই জেলার শালিখা থানার সাবরি গ্রামের সুকেশ বিশ্বাসের স্ত্রী হীরা বিশ্বাস (১৮)।
লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর বলেন, “আটকরা গোয়াইনঘাটের মাতুরতল বাজারের আগলাছপুর গ্রামের রতন সরকারের ছেলে মানব পাচারকারী রূপন সরকারের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারত অনুপ্রবেশের চেষ্টা করছিল।
“এ সময় বিজিপির টহলদল তাদের আটক করে। তবে রূপন এ সময় কৌশলে পালিয়ে যায়।”
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।