এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন।
Published : 05 Sep 2024, 08:15 PM
নারীর আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে নেত্রকোণার পূর্বধলা উপজেলায় দুই টিকটকারকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাতে সেনাবাহিনী দুজনকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে পূর্বধলা থানার ওসি তাজুল ইসলাম জানান।
গ্রেপ্তার দুজন হচ্ছেন- পূর্বধলা উপজেলার উজ্জ্বল খান ও দীন ইসলাম।
নেত্রকোণায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার বলেন, দুই যুবক এক নারীর গোসলের আপত্তিকর দৃশ্য ধারণ করেন। বিষয়টি বুঝতে পেরে ওই নারী সেনা ক্যাম্পে অভিযোগ করেন।
তারপরই সেনাবাহিনী প্রথমে উজ্জ্বলকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে দীন ইসলামকেও আটক করা হয়।
পূর্বধলা থানার ওসি তাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার তাদেরকে থানায় হস্তান্তর করা হয়। ভুক্তভোগী নারী মামলা করেছেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।