ফায়ার সার্ভিস জানায়, প্রাণ কোম্পানির পণ্যবাহী ট্রাকটির মালামাল পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Published : 27 Nov 2023, 01:33 PM
হবিগঞ্জের সড়কে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এতে গাড়িটিতে থাকা সব মালামাল পুড়ে গেছে।
সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরতলীর ধুলিয়াখাল বাইপাস এ ঘটনা ঘটে বলে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান।
জাহাঙ্গীর বলেন, নবীগঞ্জ উপজেলা থেকে প্রাণ কোম্পানির একটি পণ্যবাহী ট্রাক মালামাল নিয়ে হবিগঞ্জ শহরের উদ্দেশ্য ছেড়ে আসে।
“ট্রাকটি ধুলিয়াখাল বাইপাস রোড এলাকায় পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন দেয়। পরে মুহূর্তের মধ্যেই পুরো গাড়িটিতে আগুন ধরে যায়।”
তিনি আরও বলেন, এ সময় ধুলিয়াখাল বাইপাস সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।
ট্রাকটিতে থাকা সব পণ্য পুড়ে গেছে; এতে অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান বলেন, বাইপাস সড়কে বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।