চলন্ত অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে গেলে মেয়েটি অজ্ঞান হয়ে যায়; হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Published : 01 Jun 2023, 05:56 PM
লক্ষ্মীপুর পৌরশহরে ব্যাটারিচালিত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রী মারা গেছে।
ইটেরপুল এলাকায় বুধবার এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মোসলেহ উদ্দিন জানান।
নিহত রুপা আক্তার সামিয়া (১০) সদর উপজেলার দালাল বাজার ইউনিয়েনের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ সোহেলর মেয়ে ও কামান খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ি থেকে পরিবারের কয়েকজনের সঙ্গে অটোরিকশাযোগে বাস টার্মিনালে যাচ্ছিল সামিয়া। পথে ইটেরপুল এলাকায় তার গলায় থাকা ওড়না অটোরিকশার মোটরের সঙ্গে পেঁচিয়ে যায়। ওই সময় ছাত্রীটির সঙ্গে থাকা তার স্বজনরা চিৎকার করলে চালক অটোরিকশা থামিয়ে দেন।
পরে অচেতন অবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, অটোরিকশার মোটরের সঙ্গে অসাবধানতাবশত ওই ছাত্রীর গলার ওড়না পেঁচিয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।