“আমরা ক্ষমতার রাজনীতি করি না; আমরা মানুষের জন্য রাজনীতি করি।”
Published : 30 Sep 2024, 11:15 AM
নবীকে (সা.) নিয়ে যারা কটূক্তি করে, তাদের কাছে ইলিশ মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আমদানি করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মুহাম্মদ মামুনুল হক।
ইসলামের ওপর আঘাত এলে হেফাজতে ইসলাম নীরব থাকবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক এ যুগ্ম মহাসচিব।
রোববার বিকালে মানিকগঞ্জের সিঙ্গাইর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। খেলাফত মজলিসের সিঙ্গাইর উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মামুনুল হক বলেন, “আমাদের নবী (সা.)-এর ওপর আঘাত হানবে আর আপনারা ইলিশ মাছ রপ্তানি করবেন! এই প্রেমপ্রীতি বাংলাদেশের মানুষের চোখে ভালো লাগে না।
“মহানবী (সা.) এর ইজ্জতের ওপর আঘাতকারীদের সঙ্গে ব্যবসা করে বৈদেশিক মুদ্রা আমদানি করার প্রয়োজন নেই। নবী (সা.)-এর ওপর আক্রমণকারীদের সঙ্গে কোনো আপস নেই।”
মামুনুল হক বলেন, “আমরা ক্ষমতার রাজনীতি করি না; আমরা মানুষের জন্য রাজনীতি করি। আমরা ইসলামের সম্মান রক্ষা করার জন্য রাজনীতি করি। হেফাজতে ইসলাম বাংলাদেশ-একটি অরাজনৈতিক সংগঠন। কোনো দলীয় রাজনীতি হেফাজতে ইসলাম করে না।
“কিন্তু ইসলামের ওপর আঘাত এলে এক মুহূর্তের জন্য হেফাজতে ইসলাম অতীতেও নীরব থাকেনি, ভবিষ্যতেও নীরব থাকবে না।”
শেখ হাসিনার সরকার এ দেশের আলেম সমাজের ওপর সবচেয়ে বেশি দমন-পীড়ন চালিয়েছিল বলেও মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব।
তিনি বলেন, “আমরা লক্ষ্য করেছি, ২০১৩ সাল এবং ২০২১ সালে হেফাজতে ইসলামের ওপর দমন-পীড়ন চালিয়ে শেখ হাসিনা ও তার দোসররা মনে করেছিল, নির্যাতন করলে দমে যাবে। হত্যাযজ্ঞ পরিচালনা করলে কণ্ঠ নিস্তব্ধ হয়ে যাবে।
“কিন্তু বারবার প্রমাণিত হয়েছে, জুলুম-নির্যাতনের মাধ্যমে অন্য কাউকে ভয় দেখানো যায়; কিন্তু ইসলামের সৈনিকদের দমিয়ে দেওয়া যায় না।”
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর সভাপতিত্বে সমাবেশে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মুফতি নাজমুল হাসান কাসেমী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীবসহ অন্যরা বক্তব্য রাখেন।