বর্তমানে তারা কোন রকমে খেয়ে না খেয়ে দিনযাপন করছেন। সামান্য বেতন দিয়ে আমাদের বাসা ভাড়া, খাওয়া-দাওয়া, ছেলেমেয়েদের স্কুল কলেজের খরচসহ তাদের প্রাইভেট পড়াতে হয়।
Published : 22 Aug 2024, 06:30 PM
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছে ।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে ‘টিএনজেড অ্যাপারেলস’ নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত তারা সড়কে অবস্থান করছিলেন।
এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পরেন যাত্রীরা।
বিক্ষোভকারী শ্রমিকরা জানায়, টিএনজেড অ্যাপারেলসে তিন হাজার তিন’শ শ্রমিক কাজ করে। শ্রমিকদের জুলাই মাসের বেতন মঙ্গলবার পরিশোধ করার কথা ছিল। কিন্তু পরিশোধ না হওয়ায় তারা আন্দোলনে নেমেছেন। বেতন না পেয়ে তারা কোন রকমে খেয়ে না খেয়ে দিনযাপন করছেন। সামান্য বেতন দিয়ে বাসা ভাড়া এবং ছেলে-মেয়েদের স্কুল-কলেজের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে।
তাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বারবার বেতন পরিশোধের আশ্বাস দিয়ে টালবাহানা করছে। এর আগেও তারা আন্দোলন করলে প্রশাসন, পুলিশ, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা অধিদপ্তরের প্রতিনিধিরা তাদের কাছ থেকে সময় নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছিল। শেষ পর্যন্ত তারাও কোনো সমাধান করতে না পারায়ে এটা আন্দোলন পর্যন্ত গড়িয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশাররফ হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে শিল্প পুলিশ আলোচনা করছে। এছাড়াও শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ ও শিল্প পুলিশের সাথে সমন্বয় করার চেষ্টা চলছে।