বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশের রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয় বলে জানান সহপাঠীরা।
Published : 19 Nov 2024, 10:14 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইজিবাইকের ধাক্কায় মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশের নতুন কলা ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে জানান মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক আরিফুল হক।
নিহত আফসানা করিম রাচি ৫৩ ব্যাচের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলে থাকতেন।
রাচি শেরপুর জেলার মো. রেজাউল করিমের মেয়ে। তার পরিবার রাজধানীর গ্রীন স্কয়ারের গ্রীন রোডে বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আফসানা রিচি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে গাছের উপর আছড়ে পড়ে গুরুতর আহত হন।
সহপাঠীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এনাম মেডিকেল কলেজে হাসপাতালের চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ বলেন, “আমরা যখন তাকে পেয়েছি তখন চোখের মনি ফিক্সড ছিল। তার হার্টবিট পাইনি, সঙ্গে সঙ্গে ইসিজি করি। তার বুকে আঘাতের চিহ্ন ছিল।”
এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সবুজ বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
সহযোগী অধ্যাপক আরিফুল হক বলেন, ওই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মেডিকেল রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।