বিকালে হাসপাতালের গাইনি ওয়ার্ডে একজনের মোবাইল চুরি করার সময় তাকে আটক করে পিটুনি দেওয়া হয়।
Published : 16 Jan 2025, 08:29 PM
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে বলে জানান টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ।
নিহত ৩৮ বছর বয়সি মো. ছানোয়ার হোসেন মধুপুর উপজেলার বট্টবাড়ি গ্রামের প্রয়াত হাসমত আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি তানভীর বলেন, বিকালে সদর হাসপাতাল ভবনের নিচতলায় গাইনি ওয়ার্ড থেকে একজনের মোবাইল চুরি করার সময় ধরা পড়েন ছানোয়ার। এ সময় জনতা তাকে পেটাতে পেটাতে হাসপাতালে বাইরে নিয়ে যায়।
পিটুনির এক পর্যায়ে ছানোয়ার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি তানভীর বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।