সুজন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফন্ট্রের (ইউপিডিএফ) কর্মী বলে দাবি পুলিশের।
Published : 12 Sep 2024, 12:31 PM
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে মেরুং ইউনিয়নের গুলছড়ি এলাকার কেয়াংঘর নামক এলাকায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাকে আটক করে বলে জানিয়েছেন দীঘিনালা থানার ওসি মো. নুরুল হক।
আটক সুজন চাকমা উপজেলার তাঁরা বুনিয়া এলাকার বিনন্দ মোহন চাকমার ছেলে। সুজন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফন্ট্রের (ইউপিডিএফ) কর্মী বলে দাবি পুলিশের।
ওসি নুরুল হক বলেন, বুধবার গভীর রাতে কেয়াংঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে একটি দেশিয় আগ্নেয়াস্ত্র ও দুইটি লেড কার্তুজ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে বলে জানান ওসি।