এ ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই নারীকে আটক করেছে বিজিবি।
Published : 28 Oct 2024, 09:50 PM
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩১ জনকে আটক করা হয়েছে; যাদের মধ্যে ১৯ নারী, সাত পুরুষ ও পাঁচ শিশু।
রোববার ও সোমবার বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. আজিজুস শহীদ।
সোমবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, মহেশপুর সীমান্তের শ্রীনাথপুর, মাটিলা, কুমিল্লাপাড়া, পলিয়ানপুর, বাঘাডাংগা এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় ১৯ জন নারী, সাত পুরুষ ও পাঁচজন শিশুকে আটক করা হয়।
এ ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই নারীকে আটকের পর তাদের আন্তঃসীমান্ত মানবপাচার প্রতিরোধ বিষয়ক আইন ও ভিকটিম চিহ্নিতকরণ সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরে হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।
বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অক্টোবর থেকে এ পর্যন্ত বিজিবি-৫৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে আসা-যাওয়ার সময় ২৫৫ নারী, পুরুষ ও শিশুকে আটক করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বিজিবি।