পটুয়াখালীতে তিন দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা

এতে জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সি ২০ শিশু অংশ নিয়েছে।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2023, 04:54 PM
Updated : 8 Dec 2023, 04:54 PM

পটুয়াখালী সদরে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তিন দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু হয়েছে।

জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফের অংশীদারিত্বে বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ কর্মশালার আয়োজন করে।

শুক্রবার শহরের প্লেজার পয়েন্টে কর্মশালার উদ্বোধন করেন পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী।

হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পটুয়াখালী প্রতিনিধি সঞ্জয় কুমার দাসের সভাপতিত্বে এতে এল এ এম ইউনাইটেড মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সমীর কুমার দাস, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মোখলেছুর রহমান এবং মাইটিভির জেলা প্রতিনিধি মো. মশিউর রহমান বাবলু উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জুনিয়র সহ-সম্পাদক সাদিক ইভানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে কর্মশালা শুরু হয়। এরপর নিজের অভিমত প্রকাশ করে শিশু সাংবাদিক মুনতাসির তাসরিপ।

কর্মশালায় মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লেখা, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এতে জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সি ১০ জন মেয়ে ১০ জন ছেলে অংশ নিয়েছে।